সরকারি হোক বা বেসরকারি যেকোনও চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি অবশ্যই জেনে রাখা উচিত। এগুলি মানুষের নলেজকে বাড়িয়েও তোলে এবং দেশ-বিদেশ সম্পর্কে অনেক তথ্য জানা যায়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে এক নজরে দেখে নিন।
১) প্রশ্নঃ দক্ষিণ ভারতের গোদাবরী নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ গোদাবরী নদীর উৎপত্তি মহারাষ্ট্রের নাসিক জেলার ত্র্যম্বকেশ্বর থেকে। এটি ভারতের প্রাচীনতম নদী। এটি ‘দক্ষিণ ভারতের গঙ্গা’ নামেও পরিচিত।
২) প্রশ্নঃ ভারত ও শ্রীলঙ্কাকে যুক্ত করেছে কোন সেতু?
উত্তরঃ রাম সেতু। ভারতের তামিলনাড়ুর রামেশ্বর দ্বীপ থেকে শ্রীলঙ্কার মান্নার দ্বীপের সাথে চুনাপাথর দিয়ে তৈরি সংযুক্ত অংশ ভাসমান রয়েছে।
৩) প্রশ্নঃ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য পিচাভরম ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ তামিলনাড়ুতে।
৪) প্রশ্নঃ জাতীয় ভোটার দিবস কোন দিনটিতে পালন করা হয়?
উত্তরঃ ২৫শে জানুয়ারি।
৫) প্রশ্নঃ আলিপুর বোমা মামলা থেকে কাকে অরবিন্দ ঘোষকে বাঁচিয়েছিলেন?
উত্তরঃ চিত্তরঞ্জন দাস (Chittaranjan Das)।
৬) প্রশ্নঃ ধন্বন্তরি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
উত্তরঃ চিকিৎসা ক্ষেত্রে ধন্বন্তরী পুরস্কার দেওয়া হয়।
৭) প্রশ্নঃ ইনফ্লুয়েঞ্জা রোগটির জন্য কে দায়ী?
উত্তরঃ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস।
৮) প্রশ্নঃ চোখের বাইরে সাদা অংশটিকে কী বলা হয়?
উত্তরঃ চোখের যে অংশটি সাদা তাকে বলে শ্বেত মণ্ডল বা স্ক্লেরা (sclera)।
৯) প্রশ্নঃ বিপ্লবী ক্ষুদিরাম বসু কাকে বোমা আঘাতে মারতে গিয়েছিলেন?
উত্তরঃ কিংসফোর্ডকে কিন্তু দুর্ঘটনাক্রমে অন্য তিনজন মারা যায় এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তার ফাঁসি হয়েছিল।
১০) প্রশ্নঃ জানেন মানুষের সবচেয়ে বড় অঙ্গের নাম কী?
উত্তরঃ বিজ্ঞানীদের মতে, মানুষের ত্বক সবচেয়ে বড় অঙ্গ। একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ত্বকের দৈর্ঘ্য কমপক্ষে ১৮,০০০ সেন্টিমিটার। অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে এটি ১৬,০০০ সেন্টিমিটার হয়ে থাকে।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.