ভারতের মধ্যপ্রদেশের পেঞ্চ অভয়ারণ্যে এক বন্য শূকরকে ধাওয়া করতে গিয়ে কুয়ায় পড়ে গেল বাঘ! শূকরটিও কুয়ায় পড়ে যায়। পরে বন বিভাগের তৎপরতায় দুটিই প্রাণেই নিরাপদে উদ্ধার হয়।
ভারতীয় বন বিভাগের কর্মকর্তা পারভীন কাসওয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উদ্ধার অভিযানের ভিডিও প্রকাশ করেন, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, পুরোনো দিনের খাট ও ক্রেন ব্যবহার করে বাঘ ও শূকরকে উদ্ধার করা হচ্ছে।
উদ্ধারের সময় বাঘ ও শূকর—দুই প্রাণীই আশ্চর্যজনকভাবে শান্ত ছিল, ফলে পুরো প্রক্রিয়াটি কোনো বিপদ ছাড়াই সম্পন্ন হয়। বন কর্মকর্তারা নিশ্চিত করেছেন, বাঘ ও শূকর দুজনই সুস্থ আছে এবং তাদের পুনরায় বনে ছেড়ে দেওয়া হয়েছে।
পারভীন কাসওয়ান ভিডিও শেয়ার করে লেখেন, “পেঞ্চ অভয়ারণ্যের কুয়ায় পড়ে গিয়েছিল এক বাঘ ও এক শূকর। দুজনেই শান্ত ছিল, উদ্ধারকাজেও কোনো বাধা আসেনি। উদ্ধারকারী দলকে অভিনন্দন!”
একজন মন্তব্যে লিখেছেন, “মৃত্যুর সম্মুখীন হলে শিকার ধরার চেয়ে জীবন বাঁচানোই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটি প্রকৃতির চিরসত্য শিক্ষা।”
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.