ইন্টারভিউ দেওয়ার নাম শুনেই অনেক প্রার্থী ঘাবড়ে যান। আসলে যারা ইন্টারভিউ নেন তারা সাধারণ জ্ঞানের পাশাপাশি এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করেন যা শুনে অনেকেই বড় চিন্তায় পড়েন। আবার এদিকে সময়ের আগে উত্তর দিতে না পারলে ইন্টারভিউতে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়। যাইহোক এই প্রতিবেদনে তেমন কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে এক নজরে দেখে নিন।
১) প্রশ্নঃ কোন প্রাণী তার জিভের সাহায্যে গন্ধ শোকে?
উত্তরঃ জিভের সাহায্যে গন্ধ শোকে একমাত্র প্রাণী সাপ।
২) প্রশ্নঃ মেয়েদের শরীরের কোন অংশে হাড় থাকে না?
উত্তরঃ জিভের মধ্যে।
৩) প্রশ্নঃ ভারতের প্রথম কোন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছিলেন?
উত্তরঃ মোরারজি দেশাই।
৪) প্রশ্নঃ ২০১১ এর জনগণনা অনুসারে ভারতে পুরুষ ও নারীর অনুপাত কত?
উত্তরঃ ভারতে ১০০০ জন পুরুষে নারীর সংখ্যা ৯৪৩ জন।
৫) প্রশ্নঃ কম্পিউটার ডেটা প্রক্রিয়া করার জন্য কোন ভাষা ব্যবহার করে?
উত্তরঃ বাইনারি ভাষা।
৬) প্রশ্নঃ ভারতের সবচেয়ে নোংরাতম রেল স্টেশনটির নাম কী?
উত্তরঃ তামিলনাড়ুতে অবস্থিত পেরুঙ্গালাথুর রেলওয়ে স্টেশন।
৭) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে বিড়ালকে হত্যা করলে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়?
উত্তরঃ মিশর দেশে।
৮) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশকে সুন্দরী মেয়েদের দেশ বলা হয়?
উত্তরঃ ফ্রান্সকে।
৯) প্রশ্নঃ কোন গাছ একা একা হাঁটতে পারে?
উত্তরঃ ওয়াকিং পাম নামের গাছ একা একা হাঁটতে পারে অর্থাৎ স্থান পরিবর্তন করতে পারে, যা দেখা যায় ইকুয়েডর দেশে।
১০) প্রশ্নঃ মেয়েদের কোন জিনিস সকাল বিকাল প্রায় সবসময় বাড়তেই থাকে?
উত্তরঃ বয়স (নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই এটা হয়)।
১১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যটি সংস্কৃতকে সরকারি ভাষা হিসেবে গ্রহণ করেছে?
উত্তরঃ উত্তরখণ্ড রাজ্য।
১২) প্রশ্নঃ কোন দেশের সবথেকে কম ভূমিকম্প হয়?
উত্তরঃ কাতার দেশে।
১৩) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশের জলের উপর ভাসমান ফুটবল খেলার মাঠ আছে?
উত্তরঃ সিঙ্গাপুর।
১৪) প্রশ্নঃ কোন প্রাণী কখনো রোগে আক্রান্ত হয় না?
উত্তরঃ হাঙ্গর একমাত্র প্রাণী যে কখনো রোগে আক্রান্ত হয় না।
১৫) প্রশ্নঃ কোন জিনিসটা সব মেয়ের দরকার তবুও তারা নেয় না, কিন্তু সবাইকে দিয়ে বেড়ায়?
উত্তরঃ জ্ঞান।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.