হাত দিয়ে কম্পিউটারের কিবোর্ডে টাইপ করেন সবাই। কেউ কেউ অদম্য জোরে পা দিয়েও করেছেন। তবে নাক দিয়ে? তাও কি সম্ভব? অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন ভারতীয় যুবক। একবার নয়, তিনবার। প্রতিবার নিজের রেকর্ড ভেঙেছেন। নাক দিয়ে টাইপ করে এই নিয়ে তৃতীয়বার বিশ্ব রেকর্ড গড়লেন তিনি।
মাত্র ২৬ সেকেন্ডে নাক দিয়ে বর্ণমালা টাইপ করার খেতাব জিতে নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন তিনি। নাম তুলে নিয়েছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ।
৪৪ বছর বয়সী ওই ভারতীয় যুবকের নাম বিনোদকুমার চৌধুরী। বিনোদ নাক দিয়ে কিবোর্ডে ইংরেজি বর্ণমালা ২৫ দশমিক ৬৬ সেকেন্ডে টাইপ করে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডসকে নাম তুলে নিয়েছেন।
একই বিভাগে মোট তিনবার এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। প্রতিবার নিজের রেকর্ড নিজে ভেঙেছেন বিনোদ। ২০২৩ সালে নাক দিয়ে টাইপ করতে গিয়ে ২৭.৮০ সেকেন্ড সময় নিয়ে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছিলেন। ওই বছরই তিনি দ্বিতীয় প্রচেষ্টায় ২৬.৭৩ সেকেন্ডে নেমে আসেন। ২০২৪ সালে তিনি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন। এবার মাত্র ২৫.৬৬ সেকেন্ডে টাইপ করে নাম উঠিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, বিনোদকে ইংরাজি বর্ণমালার ২৬টি বর্ণ একটি স্ট্যান্ডার্ড কোয়ার্টি কিবোর্ডে প্রতিটি বর্ণের মাঝে একটি করে স্পেস দিয়ে টাইপ করতে বলা হয়েছিল। হাত পেছনে রেখে নাক দিয়ে সবচেয়ে কম সময়ে টাইপ করার রেকর্ড রয়েছে বিনোদ চৌধুরীর দখলে।
বিনোদের রেকর্ড ভাঙার একটি ভিডিয়ো এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তরফে। ভিডিওতে বিনোদকে নাক দিয়ে ইংরেজি বর্ণমালা টাইপ করতে দেখা যায়। পোস্টের সঙ্গে একটি ক্যাপশনও জুড়ে দেওয়া হয়েছে। লেখা হয়েছে, ‘আপনি কত দ্রুত আপনার নাক দিয়ে স্পেস সহ বর্ণমালা টাইপ করতে পারবেন? ‘
বিনোদকুমার চৌধুরী বলেছেন, ‘আমি ভারতের টাইপিং ম্যান হিসেবে পরিচিত। আমার পেশা টাইপ করা, তাই রেকর্ড গড়ার কথা ভেবেছিলাম, যাতে আমার আবেগ ও জীবিকা উভয়ই ধরে রাখতে পারি।’
সূত্র : এনডিটিভি, এই সময়
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.