বিয়ের গাউনে দৌড়ে ব্লাড ক্যান্সার রিসার্চের জন্য অর্থ সংগ্রহ

লন্ডন ম্যারাথনের একটি ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে- লরা কোলম্যান নামের এক নারী বিয়ের গাউন পরে দৌড়াচ্ছেন। তবে বিষয়টি শুধুই নজরকাড়া নয়, বরং এর পেছনে আছে এক হৃদয়বিদারক বাস্তবতা।

লরার স্বামী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বামীর স্মরণে এবং ব্লাড ক্যান্সার গবেষণার জন্য তহবিল সংগ্রহে তিনি অংশ নিয়েছেন লন্ডন ম্যারাথনে। তাও আবার নিজের বিবাহবার্ষিকীর দিনে।

তিনি সিদ্ধান্ত নিয়েছেন, আগামী ১২ মাসে মোট ১৩টি ম্যারাথনে অংশ নেবেন এবং সেগুলোর মাধ্যমে সংগ্রহ করা অর্থ তুলে দেবেন ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা ও গবেষণার কাজে।

লন্ডন ম্যারাথনের শেষ তিন মাইল তিনি দৌড়েছেন বিয়ের ঐতিহ্যবাহী সাদা গাউন পরে। তার ভাষায়, “এই গাউন আমার জীবনের সবচেয়ে আনন্দের দিনকে স্মরণ করিয়ে দেয় আর আমি চাই সেই সুখ অন্যদের জীবনেও ফিরিয়ে আনতে।”

লরার এই মানবিক প্রচেষ্টা ইতিমধ্যেই বহু মানুষকে নাড়া দিয়েছে। তার সাহস, প্রেম, ও দায়িত্ববোধের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন নেটিজেনরা।

তথ্য সূত্র – বিবিসি।