আজকের প্রযুক্তিনির্ভর যুগে আমাদের দৈনন্দিন জীবনের নানা দিক স্মার্ট ডিভাইসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু অনেক সময় এই ডিভাইসই হয়ে উঠতে পারে গোপন তথ্য ফাঁসের মাধ্যম। সম্প্রতি ব্রিটেনে ঘটে যাওয়া একটি ব্যতিক্রমী ঘটনা এ কথাই আরও একবার প্রমাণ করলো।
ব্রিটেনের এক নারী তার সন্তানদের দাঁতের যত্ন ঠিকঠাক হচ্ছে কি না, তা নজরদারির উদ্দেশ্যে একটি স্মার্ট টুথব্রাশের অ্যাপ ব্যবহার করছিলেন। কিন্তু অচিরেই তিনি লক্ষ্য করেন, তার স্বামীর টুথব্রাশ ব্যবহারের সময়সূচিতে ছিল অস্বাভাবিকতা। বিশেষ করে সেই সময়গুলোতে, যখন তার স্বামী অফিসে থাকার কথা।
ব্যক্তিগত গোয়েন্দা পল জোনস, যিনি ১০ বছরেরও বেশি সময় ধরে এই পেশায় যুক্ত, সম্প্রতি গণমাধ্যমে এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, প্রথমে শুক্রবার সকালে একটু দেরিতে দাঁত ব্রাশ করা খুব একটা অস্বাভাবিক মনে হয়নি। কিন্তু পর্যবেক্ষণে দেখা যায়, প্রতি শুক্রবার ঠিক সকাল ১০টা ৪৮ মিনিটে দাঁত ব্রাশ করছেন ওই নারীর স্বামী। অথচ তার অফিস শুরু হয় সকাল ৯টায়।
পরে জানা যায়, ওই ব্যক্তি অফিসে না গিয়ে বাসাতেই অবস্থান করতেন এবং এক সহকর্মীর সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন। তিনি নিশ্চিত ছিলেন, সকালবেলা এই সময়ে বাচ্চারা স্কুলে এবং স্ত্রীও বাইরে থাকবেন, তাই সেই সুযোগেই চলত গোপন সম্পর্ক।
পল জোনস জানান, স্মার্ট ডিভাইসের ডাটা শুধু সময় নয়, কখনো কখনো অবস্থানসহ সংরক্ষিত থাকে। এ ধরনের তথ্য অনেক সময় আচরণগত অসঙ্গতি তুলে ধরে।
তিনি আরও সতর্ক করে বলেন, স্মার্ট টুথব্রাশ বা ভয়েস অ্যাসিস্ট্যান্ট- এসব নির্দোষ মনে হলেও এগুলোর মাধ্যমে আপনার গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। আপনি যতই সাবধান হন না কেন, আপনার ডিজিটাল ছাপ (digital footprint) অনেক কিছু বলে দেয়।
এই ঘটনা আধুনিক প্রযুক্তি আর ব্যক্তিগত সম্পর্কের মাঝে ঘনিষ্ঠ সম্পর্ক এবং গোপনীয়তা নিয়ে নতুন করে ভাবার সুযোগ করে দিয়েছে। দাঁত ব্রাশ করার মতো সাধারণ একটি কাজই হয়ে উঠেছে সত্য উদঘাটনের চাবিকাঠি! সূত্র : জিও নিউজ।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.