একটি কলা বিক্রি হয়েছে ৬ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলারে। তবে এটি বাজার থেকে কেনা কোনও কলা নয়। এটি একটি শিল্পকর্ম, যা দেয়ালে টেপ দিয়ে আটকানো অবস্থায় দেখা যায়। শিল্পকর্ম হিসেবেই এটি এত দামে বিক্রি হয়েছে।
বুধবার নিউইয়র্কের সোথোবিতে ডাকা নিলাম থেকে ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের‘কমেডিয়ান’ শিরোনামের শিল্পকর্মটি বিপুল এই অর্থে কিনেছেন চীনা বংশোদ্ভূত ক্রিপ্টো উদ্যোক্তা জাস্টিন সানেটেপ।
২০১৯ সালে মিয়ামি বিচের আর্ট বাসেল মেলায় প্রথম এই শিল্পের আত্মপ্রকাশ ঘটেছিল। ওই সময়ই এটি বিপুল আলোচনার খোরাক হয়। এই আলোচনা সেবার আরও তুঙ্গে ওঠে যখন মেলায় অংশ নেওয়া পারফরম্যান্স শিল্পী ডেভিড দাতুনা কলাটি দেয়াল থেকে নিয়ে খেয়ে ফেলেন। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে দাতুন জানান, এটিও ছিল তার একটি পারফরম্যান্স আর্ট। পরে অবশ্য আরেকটি কলা একইরকমভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছিল।
বুধবার নিলামে দর শুরু হয়েছিল আট লাখ ডলার দিয়ে। পরে দ্রুত দর বাড়তে শুরু করে। শেষ পর্যন্ত এটি ৬২ লাখ ডলারে গিয়ে ঠেকে। মজার ব্যাপার হচ্ছে, দেয়ালে ঝোলানোর আগে এই কলাটি কেনা হয়েছিল মাত্র ৩৫ সেন্ট দিয়ে।
বিষয়টি স্বীকার করে নিলাম সংস্থ সোথোবি-এর পক্ষ থেকে বলা হয়েছে, মিয়ামিতে যে কলা দেখানো হয়েছিল সেই একই কলা পাবেন না এবারের দরদাতারা। কারণ সেই কলা অনেক আগেই কেউ না কেউ খেয়ে ফেলেছে। কিংবা খেয়ে না থাকলে পচে গেছে। কলা পচনশীল হওয়ায় শিল্পটি ধরে রাখার জন্য অবশ্যই কলাটি সময়ে সময়ে বদলে দেওয়ার প্রয়োজন রয়েছে। তাই যিনি এই শিল্পটি এবার কিনে নেবেন তাকে বেশ কয়েকটি কলা এবং একটি টেপের রোল দেওয়া হবে। এই কলা ও টেপের রোলের সঙ্গে একটি প্রশংসাপত্রও দেওয়া হবে। এর বদৌলতে দরদাতা বা ক্রেতা নিজস্ব উদ্যোগে শিল্পটি আবারও তৈরি এবং প্রদর্শনের সুযোগ পাবেন। এছাড়া কলাটি কীভাবে ঝোলাতে হবে সে সংক্রান্ত একটি নির্দেশনাপত্রও থাকবে।
নিলামকারী অলিভার বার্কার বলেন, আমি কখনওই ভাবিনি যে আমি একটি কলার জন্য ৬০ লাখ ডলার বলব। সূত্র: দ্য গার্ডিয়ান, স্কাই নিউজ, নিউ ইয়র্ক টাইমস
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.