বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও এখন অনলাইন বা মোবাইলে লেনদেনের চাহিদা বেড়েছে। সময় বাচাতে মানুষ এই ব্যবস্থায় আগ্রহ দেখাচ্ছে বেশি। মোবাইলে লেনদেনে একটা সার্ভিস চার্জ দিতে হয়।এই চার্জ কার পকেট থেকে যাবে এ নিয়ে নানান প্রশ্ন উদ্রেক হয়। আসুন জেনে নেই এই লেনদেনে বিশেষ করে জাকাতের টাকা মোবাইলে পাঠালে তার খরচ কে বহন করবে।
মোবাইলে জাকাত পাঠালেপ্রশ্ন: আমি প্রতি বছর জাকাতের কিছু টাকা আমার গরীব আত্মীয়-স্বজনকে দিয়ে থাকি। তাদের মধ্যে যাদের বাড়ি দূরে তাদের কাছে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দিই। বিকাশে জাকাতের টাকা পাঠালে যে খরচ লাগে তা কি জাকাতের টাকা থেকে দেওয়া যাবে, নাকি তা আলাদা আমার পক্ষ থেকে দিতে হবে?
উত্তর: আপনি যদি জাকাত গ্রহীতার পক্ষ থেকে বিকাশে পাঠানোর আবেদন ছাড়া নিজ থেকেই বিকাশের মাধ্যমে জাকাতের টাকা পাঠান, তাহলে ক্যাশআউট খরচ জাকাতের টাকা থেকে দেওয়া যাবে না। তা আলাদা নিজের পক্ষ থেকে দিতে হবে।
কেননা জাকাতের টাকা হকদারের কাছে পৌঁছে দেওয়া জাকাতদাতার দায়িত্ব। এতে কোনো খরচের প্রয়োজন হলে তাকেই তা বহন করতে হবে।
অবশ্য জাকাতের উপযুক্ত ব্যক্তি যদি নিজ থেকেই জাকাতদাতার কাছে জাকাতের টাকা বিকাশ ইত্যাদিতে পাঠাতে বলে, তাহলে সেক্ষেত্রে জাকাতদাতার জন্য ক্যাশআউট খরচ দেওয়া আবশ্যক নয়।
এক্ষেত্রে এই খরচ বহন করা জাকাতগ্রহীতারই দায়িত্ব। অবশ্য এক্ষেত্রেও জাকাতদাতা যদি খরচ বহন করে তবে তার জন্য এটি উত্তম ও সাওয়াবের কাজ হবে।
এক্ষেত্রে মুলনীতি হলো, জাকাত আদায় হওয়ার জন্য শর্ত হচ্ছে, হকদারকে সম্পদের মালিক বানিয়ে দেয়া। যতটুকু সম্পদের মালিক বানানো হবে ততটুকু সম্পদ জাকাত হিসেবে আদায় হবে। (রদ্দুল মুহতার, খণ্ড-৩, পৃষ্ঠা-২০৩)।
সূত্র: শরহু মুখতাসারিল কারখী, কুদূরী ২/১৮৯; বাদায়েউস সানায়ে ২/১৪২; তুহফাতুল ফুকাহা ১/৩০৫; মুগনিল মুহতাজ ৩/১৫২
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.