চমৎকার মানবিক এক ঘটনার সাক্ষী হলো মহারাষ্ট্রের ছত্রপতি সাম্ভাজিনগরের এক গয়নার দোকান। ৯৩ বছর বয়সী এক বৃদ্ধ যখন তার স্ত্রীর জন্য ‘মাঙ্গলসূত্র’ কিনতে এলেন, দোকানদার আবেগে আপ্লুত হয়ে সেটি মাত্র ২০ টাকায় দিয়ে দিলেন।
মহারাষ্ট্রের ছত্রপতি সাম্ভাজিনগরে এক গয়নার দোকানে প্রবেশ করেন ৯৩ বছর বয়সী এক বৃদ্ধ, যার পরনে ছিল সাদা ধুতি-পাঞ্জাবি ও টুপি। দোকানের কর্মীরা প্রথমে মনে করেন তিনি সম্ভবত সাহায্যের আশায় এসেছেন।
কিন্তু তিনি যখন জানান, তিনি তার পাশে থাকা স্ত্রীকে একটি মাঙ্গলসূত্র (বিবাহিত নারীদের গলায় পরিধেয় পবিত্র হার) উপহার দিতে চান, তখন দোকানদার স্তব্ধ হয়ে যান তার এই নিঃস্বার্থ ভালোবাসায়।
অবশেষে, দোকানদার মাত্র ২০ টাকা ‘টোকেন’ হিসেবে গ্রহণ করে সেই মাঙ্গলসূত্রটি তাদের হাতে তুলে দেন। এই আবেগঘন মুহূর্তের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে মুগ্ধ হয়েছেন দুই কোটিরও বেশি মানুষ।
জানা গেছে, ওই বৃদ্ধের নাম নিভৃতি শিন্ডে এবং স্ত্রীর নাম শান্তাবাই। তাঁরা জলনা জেলার আমভোরা জাহাগির গ্রামের এক সাধারণ কৃষক পরিবার থেকে এসেছেন। বর্তমানে তাঁরা হেঁটে আষাঢ়ি একাদশীর পুণ্যযাত্রায় পাণ্ডরপুর যাচ্ছেন।
দম্পতি যখন গয়নার দোকানে ঢোকেন, কর্মীরা শুরুতে ভেবে বসেন তারা সাহায্য চাইবেন। কিন্তু বৃদ্ধ অত্যন্ত বিনয়ের সাথে স্ত্রীর জন্য একটি মাঙ্গলসূত্র কিনতে চাওয়ার কথা বললে, উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।
দোকানদার বলেন, “বৃদ্ধ আমাকে ১,১২০ টাকা দিয়েছিলেন, বললেন স্ত্রীর জন্য একটি মাঙ্গলসূত্র কিনতে চান। আমি তার ভালোবাসায় মুগ্ধ হয়ে শুধু ২০ টাকা নিয়েছি আশীর্বাদস্বরূপ এবং মাঙ্গলসূত্রটি তাদের হাতে তুলে দিয়েছি।”
স্থানীয়রা জানান, এই দম্পতি সবসময় একসাথে চলাফেরা করেন। তাঁদের একটি ছেলে রয়েছে, তবে বার্ধক্যে একে অপরকে নির্ভর করেই বেঁচে আছেন তাঁরা। যাত্রাপথে বহু সময়েই জনসাধারণের সহানুভূতির ওপর নির্ভর করতে হয় তাদের।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.