বলিউডের রোমান্স কিং শাহরুখ খান শুধু দর্শকদের নয়, তার সহ-অভিনেত্রীদের কাছেও এক অন্যরকম ভালোলাগার মানুষ। তার সৌজন্যতা, ব্যক্তিত্ব এবং সংবেদনশীল ব্যবহার বারবার প্রশংসা কুড়িয়েছে সহশিল্পীদের কাছ থেকে। এবার সেই তালিকায় ফের নাম লেখালেন অভিনেত্রী সুস্মিতা সেন।
সম্প্রতি তিনি ‘ম্যায় হুঁ না’ ছবির শুটিংয়ের সময়কার কিছু স্মরণীয় মুহূর্ত শেয়ার করেছেন। সেখানে শাহরুখের রোমান্টিকতা এবং উপস্থিত বুদ্ধির গল্প উঠে এসেছে।
সুস্মিতা বলেন, ‘শাহরুখ একবার বলেছিলেন, তিনি চাইলে খুঁটিকেও রোমান্স করাতে পারেন। এটা সত্যি। ‘ম্যায় হুঁ না’ ছবির অনেক জাদুকরী মুহূর্ত স্ক্রিপ্টে ছিল না সেগুলো শাহরুখ নিজের উপস্থিতিতেই সৃষ্টি করেছিলেন। দৃশ্যগুলো যে কতোটা উপভোগ্য তা আজও প্রমাণ দিচ্ছে।’
২০২০ সালে বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেছিলেন, ‘শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল সত্যিই অবিস্মরণীয়। তিনি শুধু একজন সহ-অভিনেতাই নন, শুটিং সেটে একজন যত্নশীল এবং দয়ালু মানুষও। তিনি সবসময় খেয়াল রাখতেন যেন তার সহ-অভিনেত্রীরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন।’
সুস্মিতা আরও বলেন, ‘যেমন আমার ইন্ট্রোডাকশনের সময় স্ক্রিপ্টে ছিল না যে চাঁদনি (আমার চরিত্র) হাঁটতে হাঁটতে ঢুকছে আর শাহরুখ হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু সেটে দাঁড়িয়ে সেটা ও নিজেই করল। মুহূর্তটিকে একদম আইকনিক বানিয়ে দিল। এমন অনেক অনন্য মুহূর্ত ছিল যা শাহরুখের কারণে স্মরণীয় হয়ে গেছে। ও আমার অন্যতম প্রিয় সহ-অভিনেতা। আমি নিজেও ওর অনেক বড় ফ্যান।’
শাহরুখ খান বর্তমানে প্রস্তুতি নিচ্ছেন তার পরবর্তী সিনেমা ‘কিং’ এর জন্য। এই ছবিতে প্রথমবারের মতো মেয়ে সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। এছাড়াও ছবিতে আছেন দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, অনিল কাপুর ও আরও অনেকে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই তারকাবহুল সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৬ সালের শেষদিকে। শাহরুখ ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত এক উৎসব।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.