সরকারি হোক বা বেসরকারি যেকোনো ধরনের পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জরুরী ও অত্যাবশক হয়ে উঠেছে। এছাড়া এগুলি মানুষের পড়তে যেমন ভালোবাসে, তেমন মনে রাখার জন্য মুখস্ত করতে হয় না। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো, যা আপনাকে অবাক করবে।
১) প্রশ্নঃ আমাদের ঘরে ঘরে চিঠি পৌঁছে দেন পোস্টম্যান, তাকে বাংলায় কি বলে?
উত্তরঃ ডাকহরকরা।
২) প্রশ্নঃ মহাকাশে যাওয়া পৃথিবীর প্রথম প্রাণী কি ছিল?
উত্তরঃ লাইকা (Laika) নামে একটি কুকুর ছিল।
৩) প্রশ্নঃ মানুষের শরীরের কোন দুটি অংশ সারা জীবন বৃদ্ধি পেতে থাকে?
উত্তরঃ কান ও নাক সারা জীবন বৃদ্ধি পায়।
৪) প্রশ্নঃ জানেন কোন ফুল থেকে পচা মাংসের মত গন্ধ আসে?
উত্তরঃ র্যাফ্লেসিয়া আর্নল্ডি (Rafflesia arnoldii)। এটি ইন্দোনেশিয়ার রেন ফরেস্টে ফোটে এবং পৃথিবীর সবচেয়ে বড় ফুল।
৫) প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা কলেজের নাম কী?
উত্তরঃ বেথুন কলেজ (Bethune College), যা কলকাতায় অবস্থিত (১৮৭৯ সাল)।
৬) প্রশ্নঃ ভগবান শ্রী রামের (Lord Ram) বোনের নাম কী ছিল?
উত্তরঃ শান্তাদেবী।
৭) প্রশ্নঃ পৃথিবীতে মোট কতটা পরিমানে সোনা আছে?
উত্তরঃ বিশেষজ্ঞদের মতে, পুরো পৃথিবীতে যে পরিমাণে সোনা আছে তা দিয়ে সম্পূর্ণ পৃথিবী ঢেকে দিলে হাঁটু পরিমাণ উচ্চতা হবে।
৮) প্রশ্নঃ কোন প্রাণী নাক দিয়ে সবকিছু কাজ করে?
উত্তরঃ হাতি তার নাকের সাহায্যে সব কাজ করতে পারে।
৯) প্রশ্নঃ কোন পাখিকে পাখিদের রাজা বলা হয়?
উত্তরঃ ঈগল পাখিকে।
১০) প্রশ্নঃ বিয়ের আগে হোটেলে কী কাজ করতেন সোনিয়া গান্ধী?
উত্তরঃ ১৯৬০ দশকের মাঝামাঝি সোনিয়া গান্ধী (Sonia Gandhi) ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি একটি রেস্তোরাঁয় পরিচারিকার কাজ করতেন। আর এখানেই দেখা হয়েছিল রাজীব গান্ধীর সঙ্গে এবং বিয়ে করার পর ভারতে চলে আসেন।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.