অবহেলায় বছরের পর বছর ডোর স্টপ হিসেবে পড়ে ছিল একটি পাথর। পরে জানা যায়, এটি বিশ্বে এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় ও দামী পাথরগুলোর একটি।
বিশেষজ্ঞরা বলছেন, পাথরটি তৈরি হতে সময় লেগেছে প্রায় চার থেকে সাত কোটি বছর। বিস্তারিত রয়েছে সৈয়েদ নরশাদের ডেস্ক রিপোর্টে।
রোমানিয়ার একটি জলপ্রপাত দেখতে গিয়ে সেখান থেকে বড়সড় একখণ্ড পাথর কুড়িয়ে এনেছিলেন এক বৃদ্ধা। এক দশকের বেশি সময় ধরে পাথর খণ্ডটি অবহেলায় পড়েছিল তার বাড়ির দরজায়—বন্ধ হয়ে যাওয়া আটকাতে ব্যবহার হতো এটি ডোর স্টপ হিসেবে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদন অনুসারে, ১৯৯১ সালে বৃদ্ধার মৃত্যুর পরে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়েছিলেন তার পরিবারের এক সদস্য। তার সন্দেহ হলে তিনি পাথরটি পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন।
পরে জানা যায়, এটি সাধারণ কোনো পাথর নয়—এটি রীতিমতো অ্যাম্বার বা রত্নপাথর। অ্যাম্বার হলো জীবাশ্ম গাছের রেজিন। এটি তৈরি হতে কোটি কোটি বছর সময় লেগে যায়। দারুণ উষ্ণ রঙের কারণে এগুলো রত্নপাথর হিসেবে ব্যবহৃত হয়।
বৃদ্ধার পরিবারের ওই সদস্য প্রায় ৮ কোটি টাকা দিয়ে পাথরটি রোমানিয়ান প্রশাসনের কাছে বিক্রি করেন। পাথরটি পাওয়ার পর একে জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করে রোমানিয়া প্রশাসন।
বর্তমানে রোমানিয়ার বুজু শহরের প্রাদেশিক জাদুঘরে বিশাল ওই অ্যাম্বার পাথরটি সংরক্ষিত রয়েছে। পাথরটির ওজন প্রায় সাড়ে তিন কিলোগ্রাম।
বিশেষজ্ঞদের দাবি, এটি বিশ্বে এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় দামী পাথরগুলোর একটি। আর অ্যাম্বারের মধ্যে এটি সবচেয়ে বড়। এটি তৈরি হতে সময় লেগেছে প্রায় ৩ কোটি ৮৫ লাখ বছর থেকে ৭ কোটি বছর পর্যন্ত।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.