আজকাল বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলি করা হয়। ভাই মেধাবী ছাত্র-ছাত্রীরা তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি এই ধরনের তথ্য গুলি জানার চেষ্টা করে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে যা আপনারও সহায়ক হতে পারে।
১) প্রশ্নঃ জানেন ভারতের জাতীয় ঐতিহ্যের প্রাণী কোনটি?
উত্তরঃ ২০১০ সালে হাতিকে ভারতের ঐতিহ্যবাহী প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছিল।
২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যকে ‘Tiger State of India’ বলা হয়?
উত্তরঃ মধ্যপ্রদেশকে ‘বাঘের রাজ্য’ বলা হয়। কারণ এই রাজ্যে এত পরিমাণে বাঘ রয়েছে, যা আর অন্য কোথাও দেখা যায় না।
৩) প্রশ্নঃ জানেন ভারতের ‘আয়রন লেডি’ হিসেবে কে পরিচিত?
উত্তরঃ ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ‘আয়রন লেডি’ হিসেবে পরিচিত।
৪) প্রশ্নঃ ভারত ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমারেখা কি নামে পরিচিত?
উত্তরঃ র্যাডক্লিফ লাইন হল ভারত ও পাকিস্তানের সীমারেখা। যা সিরিল র্যাডক্লিফের নামে এই নামকরণ করা হয়েছিল।
৫) প্রশ্নঃ ভারতের প্রথম কোন রাজ্যে প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে?
উত্তরঃ হিমাচল প্রদেশ ভারতের প্লাস্টিক নিষিদ্ধ করা প্রথম রাজ্য।
৬) প্রশ্নঃ জানেন রামধনুর মাঝে কোন রঙটি রয়েছে?
উত্তরঃ সবুজ রঙটি রামধনুর মাঝখানে রয়েছে। তবে রামধনুর রঙগুলি মনে রাখার জন্য আপনি ‘বেনীআসহকলা’ কথাটি মনে রাখতে পারেন।
৭) প্রশ্নঃ কোন মুঘল শাসক সপ্তাহের সাত দিন বিভিন্ন রঙের পোশাক পড়তেন?
উত্তরঃ আসলে, হুমায়ুন সেই রাজা যিনি সপ্তাহের সাত দিনই ভিন্ন ভিন্ন রংয়ের পোশাক পরতেন।
৮) প্রশ্নঃ এমন কোন খাবার যা খাওয়া হয় এবং পানও করা হয়?
উত্তরঃ আসলে, নারকেল এমন একটা জিনিস যা খাওয়া হয়, আবার পানও করা হয়।
৯) প্রশ্নঃ বিশ্বের সর্বকনিষ্ঠ সিরিয়াল কিলার কে?
উত্তরঃ বিশ্বের সর্বকনিষ্ঠ সিরিয়াল কিলারের নাম অমরজিৎ সদা, যার বয়স ছিল মাত্র ৮ বছর। সে এই বয়সে ৩টে শিশুকে খুন করেছিল, যার মধ্যে তার বোনও ছিল।
১০) প্রশ্নঃ কোন শিশুর জন্ম প্লেনে হলে তার নাগরিকত্ব কোন দেশের হবে?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের আকাশীমার মধ্যে কোন বিমানে জন্মগ্রহণকারী শিশুকে স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব প্রদান করা হয়। তবে সাধারণত, ওই শিশুর নাগরিকত্ব বাবা ও মায়ের নাগরিকত্বের ওপর নির্ভর করে।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.