শিক্ষার্থীদের পাঠ্য বিষয়ের পাশাপাশি জ্ঞান লাভের সবচেয়ে বড় মাধ্যম হলো সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের অবশ্যই এই ধরনের প্রশ্ন গুলি জেনে রাখা উচিত। এছাড়া ইন্টারভিউতেও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি করা হয়। এবার এক নজরে দেখে নিন!
১) প্রশ্নঃ কোন দেশ এক বিশেষ অ্যাপ তৈরি করেছে যা বাচ্চার কান্না শুনে বলে দেবে, কিসের জন্য কাঁদছে?
উত্তরঃ জাপান দেশ।
২) প্রশ্নঃ কোন সালে বাঘকে ভারতের জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হয়েছিল?
উত্তরঃ ১৯৭৩ সালে বাঘকে ভারতের জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হয়।
৩) প্রশ্নঃ ভারতের কোন শহরে সোনার এটিএম আছে?
উত্তরঃ হায়দ্রাবাদ শহরে সোনার এটিএম আছে।
৪) প্রশ্নঃ হাওড়া ব্রিজ নির্মাণের কাজ শেষ হয়েছিল কত সালে?
উত্তরঃ ১৯৪২ সালে।
৫) প্রশ্নঃ উট ভারতের কোন রাজ্যের রাজ্য পশু?
উত্তরঃ রাজস্থানের রাজ্য পশু হলো উট।
৬) প্রশ্নঃ বৈদ্যুতিক বাল্বের মধ্যে কোন গ্যাস ভরা থাকে জানেন?
উত্তরঃ বৈদ্যুতিক বাল্বের মধ্যে নাইট্রোজেন গ্যাস থাকে।
৭) প্রশ্নঃ বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে?
উত্তরঃ বৃষ্টির জলে থাকে ভিটামিন বি১২।
৮) প্রশ্নঃ ভারতের সবচেয়ে বড় শহরের নাম কি?
উত্তরঃ ভারতের সবচেয়ে বড় শহরটি হল মুম্বাই।
৯) প্রশ্নঃ ‘গরিবের গরু’ কোন প্রাণীকে বলা হয়?
উত্তরঃ ছাগলকে ‘গরিবের গরু’ বলা হয়।
১০) প্রশ্নঃ জানেন অতীতে তাজমহলের নাম কী ছিল?
উত্তরঃ তাজমহলের অতীতে নাম ছিল ‘রোজা-ই-মুনাভরা’ (Roza-e-Munavra), কিন্তু পরে শাহজাহান তাজমহল নামকরণ করেন।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.