বর্তমান যুগ অনেকটাই উন্নত, মানুষ এখন বই পড়ার থেকেও সোশ্যাল মিডিয়াতে সময় কাটাতে বেশি পছন্দ করেন। সাধারণ জ্ঞানের প্রশ্নের প্রতি মানুষের আগ্রহ আজ অনেকটাই কমে গেছে। কিন্তু এর গুরুত্ব মানবজীবনে অনেকটাই। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে আপনাকে অবশ্যই প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাতে বসতে হবে। এই ধরনের পরীক্ষাতে সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের প্রশ্ন ধরা হয়। আপনি লিখিত পরীক্ষা দিন কিংবা মৌখিক, ইন্টারভিউররা আপনার জেনারেল নলেজের জ্ঞানের উপরে অবশ্যই নজর রাখবেন।
আসলে কি এই সাধারণ জ্ঞান? কি থাকে এর প্রশ্নগুলোতে? বিভিন্ন দেশের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন। এছাড়াও থাকে দেশ-বিদেশের কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। আপনি যদি এই ধরনের প্রশ্ন ঠিকভাবে না পড়ে যান তাহলে হাতের নাগালে আসা সরকারি চাকরিটা হয়তো ফস্কে যেতে পারে। গল্পের ছলে কখনো এই ধরনের প্রশ্ন পড়ে দেখবেন, আপনার মজা লাগবে এবং মনেও থাকবে ভালোভাবে। আজকাল ইন্টারনেটের সহায়তায় বহু অজানা তথ্য জানা যায়।
তাই সাধারণ জ্ঞানের প্রশ্ন যদি আপনি না করেন লোকসান কিন্তু আপনারই হবে। বহু অজানা তথ্য আপনার জানা হবে না। নিজের জ্ঞানের ভান্ডারকে প্রসারিত করতে অবশ্যই এই ধরনের প্রশ্ন পড়া উচিত। যেমন জেনারেল নলেজ সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে আপনি জানতে পারবেন এই বিশ্বে এমন অনেক জায়গা রয়েছে যেসব জায়গায় নিরাপত্তা এবং গোপনীয়তার জন্য বিমান চলাচল একেবারে নিষিদ্ধ। অবাক হবেন না ভারতেও একটি শহর রয়েছে যার উপর দিয়ে বিমান চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিশ্চয়ই ভাবছেন কোন শহরে এমন নিয়ম আছে? এই প্রতিবেদনে আপনি জানতে পারবেন তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর।
১. প্রশ্নঃ মহাত্মা গান্ধীর আত্মজীবনী লেখা বইটির নাম কি?
উত্তরঃ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ।
২. প্রশ্নঃ জাতীয় ক্রীড়া দিবস কোন খেলোয়াড়ের জন্মদিন উপলক্ষে হয়?
উত্তরঃ মেজর ধ্যানচাঁদ (২৯ আগস্ট)।
৩. প্রশ্নঃ ভারতের জাতীয় প্রতীক কোথা থেকে নেওয়া হয়েছে?
উত্তরঃ রাষ্ট্রীয় প্রতীকটি অশোকের সারনাথ সিংহ স্তম্ভ থেকে।
৪. প্রশ্নঃ ‘শান্তিনিকেতন’ (Shantiniketan) কোন মহাপুরুষের সাথে সম্পর্কিত?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
৫. প্রশ্নঃ আন্তর্জাতিক বিচার আদালতে বিচারক হওয়া প্রথম ভারতীয় কে?
উত্তরঃ নগেন্দ্র সিং।
৬. প্রশ্নঃ ভারত-রাশিয়া যৌথ উদ্যোগে নির্মিত ভারতের প্রথম ক্রুজ মিসাইল কোনটি?
উত্তরঃ ব্রহ্মোস (Brahmos)।
৭. প্রশ্নঃ কোন দেশটি আগে ‘শ্যাম’ নামে পরিচিত ছিল?
উত্তরঃ থাইল্যান্ড।
৮. প্রশ্নঃ অশোক মৌর্য সাম্রাজ্যের কততম সম্রাট ছিলেন?
উত্তরঃ তৃতীয় সম্রাট।
৯. প্রশ্নঃ এয়ারফোর্স ট্রেনিং কমান্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ ব্যাঙ্গালোর।
১০. প্রশ্নঃ পৃথিবীর আয়তনের বিচারে ভারতের আয়তনের শতকরা কত ভাগ?
উত্তরঃ ২.৪২%।
১১. প্রশ্নঃ সিপাই বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনেরল কে ছিলেন?
উত্তরঃ লর্ড ক্যানিং।
১২. প্রশ্নঃ কোন দেশে নীল রঙের ডিম দেয় এমন মুরগি পাওয়া যায়?
উত্তরঃ চিলি দেশে।
১৩. প্রশ্নঃ মাছ উৎপাদনকে কোন বিপ্লব বলা হয়?
উত্তরঃ নীল বিপ্লব।
১৪. প্রশ্নঃ কে বাংলার ‘লক্ষীবাঈ’ (Lakshibai) নামে পরিচিত?
উত্তরঃ মেদিনীপুরের রানী শিরোমণি (Rani Shiromani)।
১৫. প্রশ্নঃ ভারতের কোন শহরের উপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ?
উত্তরঃ ভারতের আগ্রায় অবস্থিত তাজমহলের (Taj Mahal) উপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.