সরকারি হোক বা বেসরকারি চাকরির জন্য যদি প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স সহ সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জেনে রাখা অবশ্যই উচিত। কারণ লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউতে এই ধরনের প্রশ্নগুলি করা হয়। যাইহোক, এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, যা আপনার নলেজকে বুস্ট করবে।
১) প্রশ্নঃ কোন প্রাণীর ব্রেইন অর্থাৎ মাথা থাকে না?
উত্তরঃ স্টার ফিশ বা তারা মাছ।
২) প্রশ্নঃ প্রাচীনকালে কোন দেশের মানুষ কখনো স্নান করত না?
উত্তরঃ মঙ্গোলিয়া।
৩) প্রশ্নঃ কোন অসুখ হলে রোগী ঔষধ দেখে ভয় পায়?
উত্তরঃ ফার্মাকোফোবিয়া।
৪) প্রশ্নঃ কোন দেশে গেলে আপনি একটিও মশা দেখতে পাবেন না?
উত্তরঃ আইসল্যান্ড।
৫) প্রশ্নঃ ভারতবর্ষের কোন ব্যক্তি রোলস রয়েস গাড়িকে পৌরসভার কাজে লাগিয়েছিলেন?
উত্তরঃ মহারাজা জয় সিং (ওই কোম্পানির অপমানের বদলা নেওয়ার জন্য)।
৬) প্রশ্নঃ কোন মানুষের শরীরকে আবর্জনার রূপে দেখে?
উত্তরঃ আরশোলা।
৭) প্রশ্নঃ মানুষ না ঘুমিয়ে কত দিন বেঁচে থাকতে পারে?
উত্তরঃ ১২ দিন।
৮) প্রশ্নঃ কোন গ্রহকে সকালের তারা বলা হয়?
উত্তরঃ শুক্র গ্রহকে।
৯) প্রশ্নঃ কোন দেশের মুরগি নীল রঙের ডিম পাড়ে?
উত্তরঃ চিলি।
১০) প্রশ্নঃ কোন দেশে যারা আবর্জনা পরিষ্কার করে তাদের বেতন সেই দেশের শিক্ষকদের চেয়েও বেশি?
উত্তরঃ আমেরিকা।
১১) প্রশ্নঃ কোন জায়গায় গেলে আপনি দিনে ১৬ বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পাবেন?
উত্তরঃ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন।
১২) প্রশ্নঃ মানুষের চোখ পুরোপুরি ভাবে বিকশিত হতে কত বছর সময় নেয়?
উত্তরঃ ১৩ বছর।
১৩) প্রশ্নঃ কোন দেশের রাস্তার রঙ নীল রঙের হয়?
উত্তরঃ কাতার।
১৪) প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় অনলাইন তথ্য ভান্ডার কাকে বলা হয়?
উত্তরঃ উইকিপিডিয়াকে।
১৫) প্রশ্নঃ কোন প্রাণীর বমি কোটি কোটি টাকায় বিক্রি হয়?
উত্তরঃ তিমি মাছের বমি। এর ভালো নাম অ্যাম্বারগ্রিস। এটি দিয়ে দামি সুগন্ধি দ্রব্য ও ওষুধ তৈরি করা হয়। বৈজ্ঞানিকরা একে ‘ভাসমান সোনা’ বলেও উল্লেখ করেন। তবে ভারতীয় আইন অনুসারে এটি অর্জন বা বিক্রি করা অপরাধ।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.