লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ যে কোন ক্ষেত্রেই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি মেধাবী ছাত্র-ছাত্রীরা তাদের পাঠ্য বিষয়ে পাশাপাশি নিয়মিত সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর তথ্যগুলি জানার চেষ্টা করে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো।
১) প্রশ্নঃ জানেন শেয়াল বা নেকড়ে কেন চাঁদের দিকে তাকিয়ে থাকে?
উত্তরঃ নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য এবং দলের সদস্যদের যোগাযোগ করার জন্য। আসলে উপর দিকে মুখ করে ডাকলে বেশিদূর শব্দ শোনা যায়।
২) প্রশ্নঃ মানুষ কোন রোগে আক্রান্ত হলে নিজের মাংসই খেতে চায়?
উত্তরঃ অটোক্যানিবালিজম ফোবিয়া (Autocannibalism phobia)।
৩) প্রশ্নঃ প্রতিটি পেনের ঢাকার মাথায় ফুটো থাকে কেন?
উত্তরঃ যদি কেউ ঢাকনা গিলে ফেলে তাহলে ওই ফুটোর মধ্য দিয়ে বাতাস চলাচল করে তার প্রাণ রক্ষা হবে।
৪) প্রশ্নঃ কোন গাছ বাড়িতে থাকলে সব সময় ঝগড়াঝাঁটি লেগেই থাকে?
উত্তরঃ পলাশ, ডুমুর, কাঞ্চন, হরিতকি ইত্যাদি গাছ বাড়িতে থাকলে সব সময় অশান্তি লেগে থাকে।
৫) প্রশ্নঃ একটা ফাঁসির দড়ি কতটা লম্বা হয়?
উত্তরঃ অপরাধীর উচ্চতার ১.৬ গুণ।
৬) প্রশ্নঃ ফোনে ডিলিট হয়ে যাওয়া জিনিস গুলো কোথায় যায়?
উত্তরঃ কোথাও যায় না ফোনের মধ্যেই থেকে যায়। যখন কোন নতুন ফাইল ডাউনলোড করা হয় তখন মেমোরির সেই জায়গায় সেই ডিলিট হওয়া অংশগুলি অটোমেটিক ডিলিট হয়ে যায়।
৭) প্রশ্নঃ আমাদের সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ টির নাম কী?
উত্তরঃ বৃহস্পতির উপগ্রহ গ্যানিমিড (Ganymede) সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ।
৮) প্রশ্নঃ দক্ষিণ ভারতের সবুজ সোনা কাকে বলা হয়?
উত্তরঃ নারকেলকে দক্ষিণ ভারতের সবুজ সোনা বলা হয়।
৯) প্রশ্নঃ ইমোজি শব্দটি কোন ভাষার শব্দ?
উত্তরঃ ইমোজি (Emoji) শব্দটি জাপানি ভাষার শব্দ।
১০) প্রশ্নঃ জানেন ‘The’ এর উচ্চারণের ক্ষেত্রে কখন ‘দ্যা’ আর কখন ‘দি’ বলতে হয়?
উত্তরঃ যদি শব্দের প্রথমে ভাওয়েল থাকে তাহলে ‘দি’ হয়, আর শব্দের প্রথমে যদি কনসোনাল থাকে তাহলে ‘দ্যা’ হবে। উদাহরণস্বরূপ, দি এলিফ্যান্ট আর দ্যা ম্যান।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.