লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ যেকোনো ক্ষেত্রে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। চাকরির পরীক্ষায় পাশ করতে হলে নিয়মিত এই ধরনের প্রশ্নগুলি জেনে রাখা প্রয়োজন। এগুলি মানুষের নলেজের পরিধিকেও বাড়িয়ে তুলতে সক্ষম। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো।
১) প্রশ্নঃ কোন পাখির লাথিতে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে?
উত্তরঃ উটপাখির পায়ের জোর এতটাই বেশি যে তার লাথিতে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।
২) প্রশ্নঃ বৃষ্টি হলে এক ধরনের বিশেষ গন্ধ বের হয়, আসলে গন্ধটা কিসের জানেন?
উত্তরঃ বৃষ্টির জলের সাথে মিশে থাকা ব্যাকটেরিয়া এবং ওজোন গ্যাসের।
৩) প্রশ্নঃ চিকিৎসা বিজ্ঞানে মোট কতরকম মাথা ব্যাথার কথা উল্লেখ করা আছে?
উত্তরঃ প্রায় ১৫০ রকমের মাথা ব্যাথার কথা উল্লেখ করা আছে চিকিৎসা বিজ্ঞানে।
৪) প্রশ্নঃ ‘টম অ্যান্ড জেরি’ (Tom and Jerry) কার্টুনটি প্রথম কত সালে নির্মিত হয়েছিল?
উত্তরঃ ১৯৪০ সালে ‘টম অ্যান্ড জেরি’ নির্মিত হয়েছিল।
৫) প্রশ্নঃ বাদুড়ের কোন প্রজাতি মানুষের রক্ত খায়?
উত্তরঃ ভ্যাম্পায়ার ব্যাট (Vampire bat)।
৬) প্রশ্নঃ ভারতে এটিএম (ATM) কত সালে চালু হয়েছিল?
উত্তরঃ ১৯৮৭ সালে।
৭) প্রশ্নঃ কোন মহাদেশে সবচেয়ে বেশি ম্যালেরিয়া (Malaria) রোগ হয়?
উত্তরঃ আসলে আফ্রিকা মহাদেশে জঙ্গলের পরিমাণ বেশি হওয়ার কারণে ম্যালেরিয়া রোগ বেশি হয়।
৮) প্রশ্নঃ হাতির মুখের মত দেখতে পাহাড় কোন দেশে আছে?
উত্তরঃ আইসল্যান্ডে।
৯) প্রশ্নঃ কোন ব্যক্তিকে ‘ভারতের শেক্সপিয়র’ বলা হয়?
উত্তরঃ কবি কালিদাসকে (Kalidasa) বলা হয় ‘ভারতের শেক্সপিয়র’।
১০) প্রশ্নঃ জানেন রাজা ও বাদশার মধ্যে পার্থক্য কী?
উত্তরঃ আসলে হিন্দু শাসকদের বলা হয় রাজা আর মুসলিম শাসকদের বাদশা (রাজা ও বাদশা একই পদমর্যাদার ব্যক্তি)।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.