সরকারি হোক বা বেসরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি নিয়মিত জানা উচিত। এছাড়া এগুলি মানুষের নলেজের পরিধিকে বাড়িয়ে তুলতেও সক্ষম। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো যা আপনার সহায়ক হতে পারে।
১) প্রশ্নঃ একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কতটা পরিমাণে রক্ত থাকে?
উত্তরঃ একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ লিটার মতো রক্ত থাকে।
২) প্রশ্নঃ ডাল ভাত খাওয়ার প্রচলন প্রথম কোথায় শুরু হয়েছিল?
উত্তরঃ নেপাল দেশে প্রথম ডালভাত খাওয়ার প্রচলন শুরু হয়।
৩) প্রশ্নঃ কোন প্রাণীর দুধ খেলে মদের থেকেও বেশি নেশা হয়?
উত্তরঃ আসলে হাতির দুধে অ্যালকোহল থাকে, তাই হাতির দুধ খেলে মদের থেকেও বেশি নেশা হয়।
৪) প্রশ্নঃ কত ক্যারেটের স্বর্ণকে বিশুদ্ধ স্বর্ণ বলা হয়?
উত্তরঃ আসলে ২৪ ক্যারেটের স্বর্ণকে বিশুদ্ধ স্বর্ণ বলা হয়।
৫) প্রশ্নঃ জানেন আমাদের চোখের সাদা অংশটিকে কী বলা হয়?
উত্তরঃ শ্বেতমণ্ডল বা স্ক্লেরা (Sclera) বলে আমাদের চোখের সাদা অংশটিকে।
৬) প্রশ্নঃ বিশ্বের প্রথম রোবট হিসেবে কে নাগরিকত্ব পেয়েছে?
উত্তরঃ সৌদি আরবের রোবট সোফিয়া (Sophia) নাগরিকত্ব পেয়েছে।
৭) প্রশ্নঃ মাউন্ট এভারেস্ট নেপাল দেশে কি নামে পরিচিত?
উত্তরঃ মাউন্ট এভারেস্টকে নেপালিরা সাগরমাথা (Sagarmatha) বলে।
৮) প্রশ্নঃ ভারতের কোন গ্রামে শুধুমাত্র পুরুষরাই বসবাস করে?
উত্তরঃ বিহারের বারওয়ান কালা (Barwan Kala) গ্রামে শুধুমাত্র পুরুষরাই থাকে, কারণ এই গ্রামে জল, বিদ্যুৎ ও রাস্তাঘাটের কোন কিছুরই সুবিধা নেই, তাই এই গ্রামে কোন মেয়েও বিয়ে করে না।
৯) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে ম্যালেরিয়া বা ডেঙ্গু তে মারা যাওয়ার আশঙ্কা নেই?
উত্তরঃ আসলে আইসল্যান্ড (Iceland) এমন একটি দেশ যেখানে মশা নেই। সুতরাং ম্যালেরিয়া বা ডেঙ্গুতে মারা যাওয়ার আশঙ্কা নেই।
১০) প্রশ্নঃ আমাদের শরীরের কোন অংশে এক বিন্দুও রক্ত থাকে না?
উত্তরঃ মানুষের শরীরের চোখের কর্নিয়া (Cornea) একমাত্র অংশ, এখানে রক্ত পাওয়া যায় না।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.