চাকরির ইন্টারভিউগুলি সব সময় খবরের শিরোনামে থাকে। আসলে ইন্টারভিউ চলাকালীন প্রার্থীদের এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে অনেকেই ঘাবড়ে যান। তবে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে আপনিও উত্তর দিতে পারবেন। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আসা হয়েছে, যা বিগত কয়েক বছরের ইন্টারভিউগুলিতে করা হয়েছিল…
১) প্রশ্নঃ মেঘদূত কে রচনা করেন?
উত্তরঃ কবি কালিদাস।
২) প্রশ্নঃ স্বামী বিবেকানন্দ কবে শিকাগোয় অনুষ্ঠিত ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন?
উত্তরঃ ১৯৯৩ সালে।
৩) প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম তেলের মজুদ রয়েছে কোন দেশটিতে?
উত্তরঃ সৌদি আরবে।
৪) প্রশ্নঃ স্নানের পর আমাদের কোন জিনিসটি ছোট হয়ে যায়?
উত্তরঃ সাবান।
৫) প্রশ্নঃ ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কবে হয়েছিল?
উত্তরঃ ১৯৫৬ সালে।
৬) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে বাঘের সংখ্যা সবচাইতে বেশি?
উত্তরঃ মধ্যপ্রদেশ।
৭) প্রশ্নঃ ভারতে প্রথম রেডিও সম্প্রচার হয় কবে?
উত্তরঃ ১৯২৩ সালে।
৮) প্রশ্নঃ মেয়েরা কোন জিনিসটি তার ভাইয়ের দেখতে পায়, কিন্তু বাবার না?
উত্তরঃ বিবাহ (যদি তার বাবা দ্বিতীয়বার বিবাহ না করেন)।
৯) প্রশ্নঃ ভারত ও পাকিস্তানের মধ্যে কোন এক্সপ্রেস ট্রেন গুলি চলতো?
উত্তরঃ সমঝোতা এক্সপ্রেস ও থর এক্সপ্রেস।
১০) প্রশ্নঃ আলীগড় কোন পণ্যের জন্য বিখ্যাত?
উত্তরঃ তালা তৈরি শিল্পে।
১১) প্রশ্নঃ কোন জিনিসটি প্রতিদিন ডুবে যায় কিন্তু ভেজেনা?
উত্তরঃ এখানে সূর্যের অস্ত যাওয়াকে ডুবে যাওয়া বোঝানো হয়েছে।
১২) প্রশ্নঃ কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
উত্তরঃ ভিটামিন এ।
১৩) প্রশ্নঃ জ্যোতিবিদ্যার ওপর অদ্ভুত সাগর বইটি কে লিখেছেন?
উত্তরঃ বল্লাল সেন।
১৪) প্রশ্নঃ বিশ্বের কত শতাংশ বাঘ ভারতে রয়েছে?
উত্তরঃ ৭০% বাঘ।
১৫) প্রশ্নঃ কোন জিনিস শুধু মেয়েরাই খেতে পারে, ছেলেরা খেতে পারে না?
উত্তরঃ স্বামীর হাতের রান্না। (বিভ্রান্ত করার জন্যই এমন প্রশ্ন করা হয়)।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.