চাকরির পরীক্ষায় জেনারেল নলেজের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের সকলেরই জানা। বিশেষ করে যে সকল পরীক্ষার্থী রাজ্য সরকারি পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তারা জানেন, এই সকল পরীক্ষায় জেনারেল নলেজের গুরুত্ব কতটা দেওয়া হয়।
জেনারেল নলেজ হল বিশাল বড় একটা বিষয়, এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সও যুক্ত থাকে। তাই বাড়িতে পড়ার পাশাপাশি প্রতিনিয়ত সেগুলিকে মাঝে মাঝেই ঝালিয়ে নেওয়ার অভ্যেস রাখা অত্যন্ত লাভজনক প্রমান হতে পারে। আজকের প্রতিবেদনে তেমনি কয়েকটি প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।
১) প্রশ্নঃ বিশ্বের সবথেকে বড় স্কুল রয়েছে কোথায়?
উত্তরঃ উত্তরপ্রদেশ সিটি মন্টেসরি স্কুল।
২) প্রশ্নঃ ‘দ্য লাইট অফ এশিয়া’ বইটি মূলত কার ওপরে লেখা?
উত্তরঃ গৌতম বুদ্ধ।
৩) প্রশ্নঃ তামাক উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশটি?
উত্তরঃ চীন।
৪) প্রশ্নঃ জাতীয় সংগীত ‘বন্দেমাতরম’ গানটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তরঃ বঙ্কিমচন্দ্রের লেখা আনন্দমঠ গ্রন্থ থেকে।
৫) প্রশ্নঃ সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি?
উত্তরঃ শুক্র গ্রহ।
৬) প্রশ্নঃ রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে দেখা দেয়?
উত্তরঃ ভিটামিন A
৭) প্রশ্নঃ পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয়?
উত্তরঃ এনটোমোলজি।
৮) প্রশ্নঃ কেন দেশের পার্লামেন্টের নাম ‘ডায়েট’?
উত্তরঃ জাপান।
৯) প্রশ্নঃ কোনটি ‘সাদা কয়লা’ নামে পরিচিত?
উত্তরঃ জলবিদ্যুৎ।
১০) প্রশ্নঃ গান্ধীকে সর্বপ্রথম ‘মহাত্মা’ কে বলেছিলেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
১১) প্রশ্নঃ সবচেয়ে উৎকৃষ্ট লোহার আকরিক কোনটি?
উত্তরঃ ম্যাগনেটাইট।
১২) প্রশ্নঃ ভূপৃষ্ঠে কোন ধাতুটি সর্বাপেক্ষা বেশী পরিমাণে পাওয়া যায়?
উত্তরঃ অ্যালুমিনিয়াম।
১৩) প্রশ্নঃ নীলগিরির উচ্চতম শৃঙ্গের (Peak) নাম কী?
উত্তরঃ দোদাবেতা।
১৪) প্রশ্নঃ স্প্রিং তুলার (Spring Balance) মাধ্যমে বস্তুর কী পরিমাপ করা হয়?
উত্তরঃ বস্তুর ভার বা ওজন।
১৫) প্রশ্নঃ জানেন জলের আসল রঙ কী?
উত্তরঃ নীল।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.