নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে, জাতিসংঘের ২০২৫ সালের জরিপ অনুযায়ী, বাংলাদেশে ৭৫% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করছে। এই দাবিটি মুহূর্তেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তবে বাস্তবতা ভিন্ন।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, যে জাতিসংঘের ২০২৫ সালের কোনো জরিপে এমন তথ্য প্রকাশিত হয়নি। বরং, এই ভিডিওটি একদম পুরোনো, যা ২০০৭ সালের একটি সাক্ষাৎকারের অংশ, এবং সেটি নতুন দাবির সাথে একেবারেই সম্পর্কিত নয়।
আল জাজিরার ইংরেজি চ্যানেলের ইউটিউব অ্যাকাউন্টে ২০০৭ সালের ২৮ এপ্রিল “Over The World – Sheikh Hasina Wazed – 27 Apr 07” শিরোনামে একটি ভিডিও পাওয়া যায়, যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার স্যার ডেভিড ফ্রস্টের সঙ্গে নেয়া হয়। কিন্তু এটি ২০২৫ সালের জরিপের সাথে কোনো সম্পর্ক রাখে না।
বিশ্ববিদ্যালয়ের গবেষকরা, জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটসহ অন্যান্য আন্তর্জাতিক এবং জাতীয় সংবাদ মাধ্যমও এই বিষয়ে কোনো সঠিক তথ্য সরবরাহ করেনি।
অতএব, বলা চলে যে, জাতিসংঘের ২০২৫ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের ৭৫% মানুষের আওয়ামী লীগ সমর্থনের দাবিটি পুরোপুরি মিথ্যা এবং বানোয়াট, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে। সবার জন্য সতর্কতা, ফেক নিউজের কবলে পড়ে বিভ্রান্ত না হয়ে সত্যের পথে চলা উচিত।
তমাল/
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.