সরকারি চাকরিজীবীদের জন্য ঈদে লম্বা ছুটির সুযোগ, মাত্র একদিন ছুটিতেই মিলবে ৯ দিন!
নিজস্ব প্রতিবেদক | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
সরকারি চাকরিজীবীদের জন্য এবারের ঈদুল ফিতর হতে যাচ্ছে আরও আনন্দময়, কারণ এবার তারা টানা ছুটির সুযোগ পাচ্ছেন। সরকার ঘোষিত তালিকা অনুযায়ী, তারা পাবেন একটানা ৬ দিনের ছুটি, তবে যারা একটু কৌশলী হবেন, তারা মাত্র একদিনের অতিরিক্ত ছুটি নিয়ে ৯ দিনের বিশ্রামের সুযোগ পেতে পারেন!
কীভাবে মিলবে ৯ দিনের ছুটি?
চাঁদ দেখার ভিত্তিতে আগামী ৩১ মার্চ (সোমবার) দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সেই অনুযায়ী, সরকার ইতোমধ্যেই ছুটির তালিকা ঘোষণা করেছে।
সরকারি ঘোষিত ছুটির তালিকা:
২৮ মার্চ (শুক্রবার) – সাপ্তাহিক ছুটি
২৯ মার্চ (শনিবার) – সাপ্তাহিক ছুটি
৩০ মার্চ (রবিবার) – নির্বাহী আদেশে ছুটি
৩১ মার্চ (সোমবার) – ঈদুল ফিতরের মূল ছুটি
১ এপ্রিল (মঙ্গলবার) – নির্বাহী আদেশে ছুটি
২ এপ্রিল (বুধবার) – নির্বাহী আদেশে ছুটি
এভাবে, ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত টানা ৬ দিন ছুটি থাকছে সরকারি চাকরিজীবীদের জন্য।
তবে, যদি কেউ ৩ এপ্রিল (বৃহস্পতিবার) একদিন অতিরিক্ত ছুটি নেন, তাহলে সঙ্গে ৪ এপ্রিল (শুক্রবার) ও ৫ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে ছুটির সংখ্যা বেড়ে হবে ৯ দিন! অর্থাৎ, ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত পূর্ণ ৯ দিন ছুটি উপভোগ করা সম্ভব।
দূরপাল্লার ভ্রমণের জন্য উপযুক্ত সময়
ঈদের ছুটিতে যারা দূরবর্তী এলাকায় পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে চান, তাদের জন্য এটি হতে যাচ্ছে এক দারুণ সুযোগ। দীর্ঘ যাত্রার পর বিশ্রাম নেওয়ার পর্যাপ্ত সময়ও মিলবে, ফলে কর্মস্থলে ফিরে মানসিকভাবে সতেজ থাকা সম্ভব হবে।
এখনই ছুটির পরিকল্পনা করুন!
যারা ৯ দিনের ছুটির সুযোগ নিতে চান, তাদের এখন থেকেই ৩ এপ্রিলের ছুটির জন্য পরিকল্পনা করা উচিত। একদিন ছুটি নিলেই পাওয়া যাবে ঈদ পরবর্তী দীর্ঘ বিশ্রামের সুযোগ। তাই বুদ্ধিমানের মতো আগেভাগেই ছুটির আবেদন নিশ্চিত করে রাখুন এবং নিশ্চিন্তে ঈদ উদযাপন করুন!
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.