কুমিল্লার লাকসামে “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে আওয়ামী লীগ নেতা মো. বাহার উদ্দিন বাহারকে (৫৫) আটক করা হয়েছে।
লাকসাম পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাহারকে সোমবার রাত ১১টার দিকে লাকসাম পৌর এলাকার চাঁদপুর রেলগেট এলাকা থেকে আটক করে পুলিশ।
বাহার লাকসাম উত্তর বাজারের মৃত সেকান্দর আলীর ছেলে ও লাকসাম পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি।
স্থানীয়রা জানায়, বাহার উদ্দিন বাহারের বিরুদ্ধে লাকসাম বাজারসহ বিভিন্ন স্থানে জামায়াত-বিএনপি সমর্থিতদের বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট এবং সাধারণ মানুষকে মারধরের অভিযোগ রয়েছে। এছাড়া, তিনি কাউসার বাহিনী ও সেভেন স্টার সন্ত্রাসী গ্রুপের মূল পৃষ্ঠপোষক হিসেবেও পরিচিত ছিলেন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, বাহার উদ্দিন বাহারের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আটক করে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।
লাকসামে সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতা দমনে বিশেষ অভিযান চলমান থাকবে বলে পুলিশ জানিয়েছে।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.