বিশিষ্ট প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন আজ তাঁর এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিশেষ ঘোষণা দিয়েছেন।
বুধবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে ইলিয়াস এই ঘোষণা দেন।
সাংবাদিক ইলিয়াস তাঁর পোস্টে উল্লেখ করেন,বিশেষ ঘোষনা।বেশ কয়েকজনের কাছে একই ধরনের অভিযোগ পেলাম যে, আমার নামে ভয়ভীতি দেখিয়ে একটি অসাধু গোষ্ঠী স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে! আমি স্পষ্টভাবে বলতে চাই আমি যদি কারও ব্যাপারে কোন অনুসন্ধানে নামি এবং কারও অপরাধের প্রমান পাই তাহলে পৃথিবীর সবকিছু দিয়ে দিলেও আমি সেটা প্রকাশ করবোই৷
টাকাপয়সা দিয়ে সেই নিউজ আটকানো যাবে না উল্লেখ করে তিনি আরো বলেন, সবশেষ পুলিশের এসপি আব্দুল্লাহ আরেফের নিউজ করতে গিয়ে আমাকে নানা প্রলোভন দেখানো হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের কল পেয়েছি কিন্তু আমি সবাইকে সম্মানের সাথে একই কথা বলেছি আমার সাথে আরেফের ব্যক্তিগত সমস্যা নেই৷
যাদের সাথে তিনি প্রতারনা করেছেন তারা যদি এসে বলেন তাদের অভিযোগ তুলে নিচ্ছেন তাহলেই শুধু নিউজ বন্ধ হবে৷ সেটা করতে ব্যর্থ হবার পর নিউজ প্রচার হয়েছে এবং পুলিশ কর্তৃপক্ষ তাকে ওএসডি করেছেন৷ আমার সব অনুসন্ধানের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে৷ অতএব কেউ গিয়ে যদি কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা মন্ত্রনালয়ের কর্মকর্তাকে আমার লোক পরিচয় দিয়ে কোন বিষয়ে সমঝোতার প্রস্তাব দেয় বা কোন অ’বৈধ কাজ করে দেয়ার চাপ দিতে গিয়ে আমার ভ’য় দেখায় তাহলে আগে তাকে পু’লিশের হাতে তুলে দিয়ে তারপর আমাকে জানানোর অনুরোধ থাকলো৷
শেষে ইলিয়াস তাঁর পোস্টটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেয়ার অনুরোধ করেন।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.