শনিবার ইরানের রাজধানী তেহেরানের সুপ্রিম কোর্টে বন্দুকধারীর পরিকল্পিত হামলায় দুই বিচারক নিহত হয়েছেন। নিহত বিচারপতিরা হলেন আলী রাজিনী (৭১) এবং মোহাম্মদ মোগিসে (৬৮), যারা জাতীয় নিরাপত্তা, গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবিরোধী মামলায় কাজ করতেন।
বিচার বিভাগীয় ওয়েবসাইট জানায়, হামলাকারী বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেছেন এবং ঘটনায় আরও একজন আহত হয়েছেন। যদিও হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়, তবে মিজান জানিয়েছে, হামলাকারীর কোনো মামলা সুপ্রিম কোর্টে চলমান ছিল না।
বিচারক মোগিসে ২০১৯ সালে মার্কিন নিষেধাজ্ঞার শিকার হন। অন্যদিকে, বিচারক রাজিনী ১৯৯৮ সালে হত্যার চেষ্টায় আহত হয়েছিলেন।
বিচারকদের ওপর হামলার ঘটনা ইরানে খুবই বিরল হলেও সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিদের লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.