হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) সংক্রমণ প্রতিরোধে সতর্কতা জারি করা হয়েছে। সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই নির্দেশনা জারি করেছে, যা সাধারণ যাত্রী, বিমানবন্দরের কর্মী এবং এয়ারলাইন্সগুলোর ক্রুদের জন্য প্রযোজ্য।
বেবিচকের নির্দেশনায় বলা হয়েছে, যদি যাত্রী কিংবা বিমানবন্দরের কোনো কর্মীর মধ্যে জ্বর, কাশি, শ্বাসকষ্ট বা অন্য কোনো শ্বাসতন্ত্রের উপসর্গ দেখা দেয়, তাহলে তা অবিলম্বে বিমানবন্দর হেলথ সার্ভিস টিমকে জানাতে হবে। এছাড়া, যাত্রীদের মাস্ক পরা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
এয়ারলাইন্সগুলোর জন্য বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। হিউম্যান মেটানিউমোভাইরাসের সম্ভাব্য প্রাদুর্ভাব রয়েছে এমন দেশ থেকে আসা ফ্লাইটের ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। ফ্লাইটে কোনো যাত্রী বা ক্রুর মধ্যে উপসর্গ দেখা দিলে তা অবিলম্বে বিমানবন্দর স্বাস্থ্য ইউনিটকে জানাতে হবে এবং নির্দেশনা প্রচার করতে হবে।
বিমানবন্দর হেলথ সার্ভিস টিমকে নির্দেশনা দেওয়া হয়েছে, উপসর্গযুক্ত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করতে এবং স্বাস্থ্যবিধি কার্যকর করার জন্য প্রয়োজনীয় তথ্য ও সহায়তা প্রদান করতে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এইচএমপিভি সাধারণ শ্বাসতন্ত্রের অসুস্থতার মতো উপসর্গ সৃষ্টি করতে পারে এবং এটি দুই থেকে পাঁচ দিনের মধ্যে সেরে যায়। তবে, সতর্কতা অবলম্বন করলে সংক্রমণ প্রতিরোধ সম্ভব। রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
যেকোনো জরুরি পরিস্থিতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলথ টিমের সাথে ০১৭৯৯৪৩০০৩৩ নম্বরে অথবা কল সেন্টার ১৩৬০০ নম্বরে যোগাযোগ করা যাবে।
এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, “হিউম্যান মেটানিউমোভাইরাস সংক্রমণ প্রতিরোধে সব অংশীদারকে এই নির্দেশনাগুলো মেনে চলার জন্য অনুরোধ করা যাচ্ছে। যাত্রী, কর্মী এবং দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে বিমানবন্দর কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ।”
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.