ঝুট ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীতে বিএনপি ও যুবদলের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শেখেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনজুর ইসলাম (২২) মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর গ্রামের আবদুর রশিদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার ও ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইফতির মধ্যে মনোমালিন্য হচ্ছিল। এ নিয়ে শেখেরচর বাসস্ট্যান্ডে গতকাল সন্ধ্যায় দু’পক্ষের আলোচনায় বসার কথা ছিল। এরই মধ্যে দুইপক্ষের উত্তেজনায় গোলাগুলির ঘটনা ঘটে।
এতে মনজুর ও বখতিয়ার গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তাদের মধ্যে মনজুর ঘটনাস্থলে নিহত হয়। গুলিবিদ্ধ হয়ে অন্য আহত বখতিয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহত মনজুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইফতির সমর্থক বলে জানা গেছে।
নরসিংদীর পুলিশ সুপার আবদুল হান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.