বিনোদন ডেস্ক : মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ৪২০ এর ধারাবাহিকতায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাজনৈতিক স্যাটায়ার চলচ্চিত্র ‘৮৪০’।
ঢাকাসহ দেশের মানসম্মত ১৫টি সিনেমা হলে সিনেমাটি একযোগে চলছে ৮৪০। যা দেখে উপভোগ করছেন দর্শক।
সিনেমা দেখে বের হওয়া দর্শকদের জানান, ‘৮৪০’ দেখে তারা অভিভূত। দেখা যায়, আমি শিগগির দেশে ফিরছি, কল রেকর্ড ফাঁস করে দেব, সিনেমায় থাকা এমন সংলাপ দিয়ে হল থেকে বের হচ্ছেন কেউ কেউ।
দর্শকরা বলেন “একটা রাজনৈতিক বিদ্রুপাত্মক সিনেমা যে এত সুন্দর করে উপস্থাপন করা যায়, বিগত কয়েক বছরে যা যা ঘটেছে তার অনেক দৃশ্যই উঠে এসেছে সিনেমায়।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.