
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ধলেশ্বরী টোল প্লাজার সিসিটিভির ফুটেজ থেকে দেখা গেছে, টোল প্লাজায় একজন মোটরসাইকেলচালক টোল পরিশোধ করছিলেন। মোটরসাইকেলটির পেছনে সিরিয়ালে ছিল একটি মাইক্রোবাস ও প্রাইভেটকার। এ সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে টোল প্লাজায় ঢুকে প্রাইভেটকার-মাইক্রোবাস ও মোটরসাইকেল ধাক্কা দিয়ে সামনের দিকে চলে যায়।
ফুটেজে আরও দেখা যায়, যখন দ্রুতগতিতে টোল প্লাজায় বাসটি ঢুকে পড়ে এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং মোটরসাইকেল চালকের পেছনে থাকা একজন নারীকে পিষে ফেলে বাসটি।
প্রত্যক্ষদর্শী ও শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ জানান, সকালে এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারকে পেছন থেকে ঢাকা-কুয়াকাটা রুটের ব্যাপারী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে সামনে থাকা গাড়িগুলো দুমড়েমুচড়ে যায়। এ সময় নিহত হন ৫ জন।
দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোকে মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.