প্রায় ৬ ঘণ্টা অতিক্রম হতে চলল। তবে এখনো নিয়ন্ত্রণে আসেনি দেশের প্রশাসনিক প্রাণ কেন্দ্র সচিবালয়ে লাগা আগুন। সর্বশেষ খবর অনুযায়ী— ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৭টা ৫২ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৬ ঘণ্টার বেশি বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও আগুনের তীব্রতা কমছে না। সচিবালয়ের সাত নম্বর ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে আগুন। বাইরে থেকেও আগুনের শিখা দেখা যাচ্ছে।
এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ট্রাকের ধাক্কায় আহত হওয়া ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়ন মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করে সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল. মুহাম্মদ জাহেদ কামাল বলেন, নিহত ফায়ার ফাইটারের নাম মো. সোহানুজ্জামান নয়ন। তার গ্রামের বাড়ি রংপুরের আটঘরিয়া এলাকায়। নয়ন ফায়ার সার্ভিসের তেজগাঁও স্পেশাল জোনে কর্মরত ছিলেন।
এর আগে রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি রাত ১টা ৫৪ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। এরপর তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.