গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকার একটি হোটেল থেকে ফেরদৌস শেখ (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফেরদৌস গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাকুরতিয়া এলাকার বাসিন্দা। নিহতের পরিবার দাবি করেছে, এটি পরিকল্পিত হত্যা।
বুধবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের পাশের পিঠা গার্ডেন রেস্টুরেন্টের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে এক নারীর সঙ্গে ওই হোটেলে উঠেছিলেন ফেরদৌস। রেস্টুরেন্ট কর্মীদের ভাষ্যমতে, পরদিন সকালে কক্ষ ছাড়ার কথা থাকলেও তাদের কোনো সাড়া না পেয়ে পুলিশ ডেকে আনা হয়। পুলিশ কক্ষে গিয়ে তাকে মৃত অবস্থায় পায়। তবে ঘটনার আগে ওই নারী রেস্টুরেন্ট ছেড়ে চলে গেছেন বলে দাবি করেছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।
মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ওসি মির সাজেদুর রহমান জানিয়েছেন, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং রহস্য উদ্ঘাটনে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে।
নিহতের ভাই মিজানুর রহমান অভিযোগ করেছেন, তার ভাইকে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এর পেছনে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে। এদিকে, স্থানীয়রা অভিযোগ তুলেছেন যে পিঠা গার্ডেন রেস্টুরেন্টের আড়ালে অবৈধ কার্যক্রম, বিশেষত নারী পাচারের মতো অপরাধ চালানো হচ্ছিল।
ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.