রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মো. তানভীর শেখ (২২) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে রাজবাড়ী সদর উপজেলার ৩ নং বেড়াডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়দের দেয়া তথ্যমতে জানা যায়, রাত ৯টার পর ৩নং বেড়াডাঙ্গা এলাকায় তানভীরকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহায়তার তার পরিবারের অন্য সদস্যরা তানভীরকে রাজবাড়ী জেলা সদরে নিয়ে আসেন।
সেখান থেকে তার অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসক দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তানভীর মৃত্যুবরণ করেন।
জানা গেছে, ২০২০ সালে ২৩ ডিসেম্বর পৌর ছাত্রলীগের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসাবে তানভীরকে দায়িত্ব দেয় রাজবাড়ী পৌরশাখার সভাপতি আরফানুল হক অন্তর ও সাধারণ সম্পাদক রিয়াদ রায়হান ইফতি।
পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ভাষ্য পুলিশের। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, তানভীর নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা শুনেছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.