বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’। ভারতীয় নির্মাতা সৌমিক সেন এটি নির্মাণ করছেন। এতে অভিনয় করছেন বাংলাদেশের চিত্রনায়ক আরিফিন শুভ।
কলকাতায় সেট নির্মাণ করে সিরিজটির শুটিং শুরু করেছেন নির্মাতা। গত সাতদিন ধরে দৃশ্যধারণের কাজ চলছে। এতে অংশ নিতে গতকাল কলকাতায় যান শুভ। শনিবার (৯ নভেম্বর) সিরিজটির শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেতা।
ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, কলকাতার পার্ক স্ট্রিটে ক্লাবের আবহে সত্তর দশককে তুলে ধরেছেন নির্মাতা। যেখানে ২০-২৫টি টেবিল সাজিয়ে ১০০-১৫০ জনের বসার আয়োজন করা হয়েছে। সেখানেই শুটিং করছেন শুভ।
এ ওয়েব সিরিজে শুভর বিপরীতে অভিনয় করছেন কলকাতার সৌরিসেনী মিত্র। তা ছাড়াও কলকাতা ও বলিউডের কয়েকজন অভিনেতা এতে অভিনয় করছেন। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত সিরিজটির শুটিং চলবে। সম্ভবত, বাংলাদেশে সিরিজটির কোনো শুটিং হবে না। ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে মুক্তি পাবে সিরিজটি।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.