বর্তমানে মানুষের চরম ব্যস্ততার মাঝে বেশ জনপ্রিয়তা লাভ করেছে ওয়েব দুনিয়া। আর এই কেন দুনিয়াকে বাঁচিয়ে রেখেছে বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম। ‘হট’ এবং ‘বোল্ড’ দৃশ্য দিয়ে সাজানো আজকালকার প্রায় সব ওয়েবসিরিজ। তবে সম্প্রতি গোপনে জনপ্রিয়তা লাভ করছে বেশিরভাগ ‘ইরোটিক’ ওয়েবসিরিজ। এগুলি এমন গল্প ও দৃশ্যপট দিয়ে সাজানো হয়, যা মানুষের একান্ত সময়ের সঙ্গী হতে পারে। এই প্রতিবেদনে এমনই এক ওয়েবসিরিজের কথা হবে।
সম্প্রতি এরকম আবেদনশীল ওয়েবসিরিজ নিয়ে মানুষের মধ্যে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। দর্শকদের মধ্যে এমন সব গল্প নিয়ে উন্মাদনা বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর। এরকম ওয়েবসিরিজ বানিয়ে ইতিমধ্যে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে ‘উল্লু’, ‘এমএক্স অনলাইন’, ‘অলট বালাজি’ প্রভৃতি ওটিটি প্ল্যাটফর্মের। এইসব প্ল্যাটফর্ম গোপনে জনপ্রিয় হয়ে উঠেছে ক্রমশ। আর এবার এমনই এক ওয়েবসিরিজ রিলিজ হতেই সাড়া পড়ল সামাজিক মাধ্যমে। ‘প্রাইমশটস’ প্ল্যাটফর্মের এই সিরিজ এখন বিখ্যাত হয়েছে গোপনেই।
বিগত সময় থেকেই ‘প্রাইমশটস’ ওটিটি প্ল্যাটফর্মটি জনপ্রিয় হয়ে উঠেছে সাহসী সব সিরিজের জন্য। আর এই প্ল্যাটফর্মের ‘খিলোনা’ সিরিজটি কয়েকমাস আগেই রিলিজ হয়েছে। এই সিরিজের গল্প একটু অন্যরকম। সিরিজের ট্রেলার ইতিমধ্যে লঞ্চ হয়েছে। ট্রেলারে যেটুকু দেখানো হয়েছে, তাতে করে সিরিজের গল্প মূলত এই সিরিজের চরিত্রদের কামনা বাসনাকে ঘিরেই তৈরি হয়েছে।
গল্প মূলত যেমন তাতে করে বলা যায় যে একটি জুটি এবং এক মহিলা একসময় একটি খেলনা আবিষ্কার করে। আর সেটিকে ঘিরেই বদলে যেতে শুরু করে তাদের জীবন। তবে আপাতত সিরিজের গল্পে টুইস্ট রেখেছেন নির্মাতারা, এমনটা স্পষ্ট বোঝা যাচ্ছে।
এই সিরিজে অভিনয় করে সাড়া ফেলেছেন সব কলাকুশলীরা। এই সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দীপিকা কুদতারকার। এছাড়াও অনিতা জয়সওয়াল সহ অনেক উদীয়মান শিল্পী অভিনয় এই সিরিজে অভিনয় করেছেন। এইসব কারণেই সিরিজটি কমবয়সী দর্শকদের মধ্যে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। সিরিজটি দেখতে হলে আপনাকে ‘প্রাইমশটস’-এর সাবস্ক্রিপশন চার্জ দিতে হবে।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.