বিনোদন ডেস্ক : বলিউডের আবেদনময়ী অভিনেত্রী নোরা ফাতেহি। নিজের রূপ আর আকর্ষণীয় শারীরিক সৌন্দর্যের জন্য গর্ব করেন তিনি। তবে এবার শরীর নিয়ে ছবি শিকারীদের উপর চটলেন অভিনেত্রী। করলেন, বিস্ফোরক মন্তব্য।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়, ছবি শিকারীরা প্রায়ই নোরার বাজে ছবি তোলার জন্য উঠে পড়ে লাগেন। শারীরিক সৌন্দর্যের দিকে মনোযোগ না দিয়ে তারা বিশেষ অঙ্গের দিকে ফোকাস করে ছবি তোলেন। যা নিয়ে সম্প্রতি মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ‘হায় গরমি’ খ্যাত এ সেলিব্রেটি।
এ প্রসঙ্গেই নায়িকা চুপ না থেকে বিস্ফোরক মন্তব্য করেন। সংবাদমাধ্যমে অনেকটা ক্ষোভ প্রকাশ করেই বলেন, ‘মুম্বাইয়ে ছবিশিকারিদের নির্দিষ্ট অঙ্গের ছবি তোলার কদর্য প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। অনুমতি না দেওয়া সত্ত্বেও তারা বিকৃতভাবে ছবি তুলছেন। এটা কী ঠিক?’
নোরা আরও বলেন, ‘মনে হয় আমার মতো নিতম্ব কখনো দেখেনি ওরা। শুধু আমি নই, অনেক অভিনেত্রীদের বেলাতেই এমনটা করেন ছবি শিকারীরা, বিষয়টি আমি খেয়াল করেছি। অপ্রয়োজনীয়ভাবে সেলিব্রেটিদের অঙ্গ প্রত্যঙ্গ ক্যামেরার নজরে বিশেষভাবে ফোকাস করার মানে কী? কোন দিকে নজর তাদের?’
নোরা ফাতেহি জানান, সমাজমাধ্যমে ট্রেন্ড ধরে রাখার জন্য এই সব করা হয়।
শরীরের কারণে বার বার শিরোনামে এসেছেন তিনি। তবে নিজের শরীর নিয়ে কোনও গোঁড়ামি নেই নোরার। তার কথায়, ‘আমার শরীর সুন্দর এবং আমার সম্পদ নিয়ে আমি গর্ব বোধ করি। আমি কখনওই আমার শরীর নিয়ে লজ্জিত নই।’
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.