আজকাল যেকোন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাই মেধাবী ছাত্রছাত্রীরা তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জানার চেষ্টা করে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল যা হয়তো আপনি আগে কখনো শোনেননি।
১) প্রশ্নঃ পাকিস্তান ভারতের থেকে আকারে কত গুন ফটো?
উত্তরঃ পাকিস্তান ভারতের তুলনায় প্রায় চার গুণ ছোট।
২) প্রশ্নঃ কোন বিখ্যাত বিজ্ঞানী যিনি নিজের বাড়ির ঠিকানা বারবার ভুলে যেতেন?
উত্তরঃ জার্মান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন (Albert Einstein) নিজের বাড়ির ঠিকানা ভুলে যেতেন।
৩) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যটি আপেলের জন্য বিখ্যাত?
উত্তরঃ জম্মু ও কাশ্মীর হল আপেলের জন্য বিখ্যাত।
৪) প্রশ্নঃ কোন দেশ ভাসমান বাড়ি তৈরি করছে?
উত্তরঃ জাপান ভাসমান বাড়ি তৈরি করছে।
৫) প্রশ্নঃ একমাত্র কোন লেখিকা বই লিখে কোটিপতি হতে পেরেছেন?
উত্তরঃ জে কে রাউলিং (JK Rowling), যিনি হ্যারি পটারের মতো বিখ্যাত বই লিখেছেন।
৬) প্রশ্নঃ কোন পাখি কুমিরের দাঁত পরিষ্কার করে দেয়?
উত্তরঃ আসলে মিশরীয় প্লোভার পাখি কুমিরের দাঁতে লেগে থাকা খাবার খেয়ে দাঁত পরিষ্কার করে দেয়।
৭) প্রশ্নঃ বীজগণিতকে ইংরেজিতে কী বলা হয়?
উত্তরঃ অ্যালজেবরা (Algebra)।
৮) প্রশ্নঃ অলিম্পিকের মশালে জ্বালানি হিসেবে কী ব্যবহার করা হয়?
উত্তরঃ হাইড্রোজেন (Hydrogen)।
৯) প্রশ্নঃ কোন প্রাণী তার মুখ দিয়ে মলত্যাগ করে?
উত্তরঃ বাদুড় তার মুখ দিয়ে মলত্যাগ করে।
১০) প্রশ্নঃ জানেন রামের বোতলে XXX কথাটি লেখা থাকে কেন?
উত্তরঃ আসলে অতীতে RUM একটি ওষুধ হিসেবে ব্যবহৃত হতো। এই সময় ডাক্তাররা প্রেসক্রিপশনে ৩ ছিপি খাওয়ার পরামর্শ দিতেন। রোমান ভাষায় XXX মানে ৩০। তাই বোতলেও একই প্রতীক ব্যবহার করা হয়েছে। সেই থেকে রামের বোতলে XXX লেখা হয় যাতে মানুষ ৩ ছিপি খায়।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.